বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬

বরগুনার তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ্ঠিত

হোম পেজ » বরগুনা » বরগুনার তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬


 

বরগুনার তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ্ঠিত

সগিরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলা বিএনপি কার্যালয়ের হলরুমে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আয়োজিত এ কর্মশালায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের টিম লিডার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি। উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ.এম. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মহিবুল্লাহ মহিব, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করতেই ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে ছাত্রদল আদর্শ ও লক্ষ্যচেতনায় ঐক্যবদ্ধ। তারা আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করে বরগুনা-১ আসনটি প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করা হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং চলমান আন্দোলনকে বিজয়ে রূপ দিতে আসন্ন নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে তালতলী ছাত্রদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪:০০:৩৮ ● ৫৯ বার পঠিত