সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান সুন্দরবনে জিম্মি সেই পর্যটকদের উদ্ধার, ৬ জন আটক
হোম পেজ » পর্যটন » আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান সুন্দরবনে জিম্মি সেই পর্যটকদের উদ্ধার, ৬ জন আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনে কোস্ট গার্ডের সমন্বয়ে নৌবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ডাকাত দলের হাতে জিম্মি থাকা ২ পর্যটক ও একটি রিসোর্টের মালিককে উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩ দস্যুসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় গোলকানন রিসোর্ট থেকে কাঠের নৌকায় ভ্রমণরত সাতজনকে সশস্ত্র দস্যু ধরে নিয়ে যায়। পরে দস্যুরা তিনজনকে মুক্তি দিলেও দুই পর্যটক ও রিসোর্ট মালিককে জিম্মি রাখে এবং মুক্তিপণ দাবি করে। কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট বাহিনীর অভিযান চলাকালীন দস্যুদের সহযোগী ও পরিবারের ৬ জনকে আটক করা হয় এবং ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে পর্যটক ও মালিককে নিরাপদে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পর্যটক ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫৭ ● ৩২ বার পঠিত
