রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬

৬’শ শীতার্তদের মাঝে মির্জাগঞ্জ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » ৬’শ শীতার্তদের মাঝে মির্জাগঞ্জ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬


 

৬’শ শীতার্তদের মাঝে মির্জাগঞ্জ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

স্বেচ্ছাসেবী সংগঠন ‘মির্জাগঞ্জ ফাউন্ডেশন’-এর উদ্যোগে অসহায়, দুস্থ, ভিক্ষুক ও শ্রমজীবী ৬’শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুবিদখালী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আসাদুজ্জামান।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মাহিন হাদী বলেন, তীব্র শীতে শীতবস্ত্রের অভাবে শ্রমজীবী, দুস্থ ও ভিক্ষুক শ্রেণির মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। তাদের কষ্ট লাঘবে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে তালিকা প্রণয়ন করে ৬’শ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠার পর গত পাঁচ বছর ধরে নিজস্ব অর্থায়নে প্রতি শীত মৌসুমে উপজেলার তিনটি ইয়াতিমখানার ১৪৫ শিক্ষার্থীসহ শত শত অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছে সংগঠনটি।

সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফিরোজ আলম জুয়েল বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংগঠনটি প্রসূতি ও বিভিন্ন রোগে আক্রান্ত ১,৭৫৬ রোগীকে বিনামূল্যে রক্তদান, একজন প্রতিবন্ধী বৃদ্ধাকে হুইলচেয়ার প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণসহ নানামুখী জনকল্যাণমূলক কাজ পরিচালনা করেছে। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান বাঁধনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৪৯ ● ৩৬ বার পঠিত