শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬
কালকিনিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
হোম পেজ » ঢাকা » কালকিনিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সাগরকন্যা প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর)
মাদারীপুরের কালকিনিতে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার শিকারমঙ্গল এলাকায় মরহুম হাজী হালান বেপারী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মসজিদে শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহামুদ বুলু বেপারীর অর্থায়নে এবং স্থানীয় মুরুব্বি ও আলেম সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়; শেষে মাদরাসার ছাত্র ও এলাকাবাসীর মাঝে খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:০৭:২০ ● ৩৩ বার পঠিত
