শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬
বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া-মিলাদ
হোম পেজ » খুলনা » বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া-মিলাদ

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটের মোংলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরের বিএলএস জামে মসজিদে ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এদিকে বিএনপির উদ্যোগে পৃথকভাবে মোংলার বিভিন্ন মসজিদেও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭:২২:০৯ ● ২৯ বার পঠিত
