বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
বেগম খালেদা জিয়ার স্মরণে কুয়াকাটা প্রেসক্লাবের দোয়া মোনাজাত
হোম পেজ » কুয়াকাটা » বেগম খালেদা জিয়ার স্মরণে কুয়াকাটা প্রেসক্লাবের দোয়া মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আসর কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি।
এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলহাজ কুদ্দুস মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন কুয়াকাটা পৌর শাখার সভাপতি আঃ হালিম বেপারী এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।
দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আঃ আজিজ মুসুল্লি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক; গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
বাংলাদেশ সময়: ২০:৫১:৪৬ ● ৩৮ বার পঠিত
