বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

হোম পেজ » লিড নিউজ » চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


 

চরফ্যাশন কোস্টগার্ড কর্তৃক আটককৃত জেলরা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও নিষিদ্ধ বেহুন্দী জালসহ ২০ জন জেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক জেলেদের বিরুদ্ধে দুলারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা দুলারহাট থানাধীন আহম্মদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট দুটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাতটি নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধারসহ ২০ জন জেলেকে আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটের ট্রলিং গিয়ার অপসারণ করা হয়।

দুলারহাট থানার ওসি মিজানুর রহমান জানান, আটক ২০ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯:২০:০৬ ● ৫৩ বার পঠিত