বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫
বিদায় ২০২৫ নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
হোম পেজ » কুয়াকাটা » বিদায় ২০২৫ নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পুরনো বছরের শেষ সূর্যাস্ত ও ২০২৬ সালের প্রথম সূর্যোদয় উপভোগ করতে পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেন আজ হাজারো পর্যটক। আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদয় একসঙ্গে দেখার বিরল সুযোগ থাকায় বছরের শেষ দিন ও নতুন বছরের শুরুতে কুয়াকাটা পর্যটকদের বিশেষ আকর্ষণে পরিণত হয়।
আজ বুধবার বিকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন শুরু হয়। সৈকতের বালিয়াড়িতে ঘোরাঘুরি, নোনা জলে পা ভেজানো, বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং ঘোড়ায় চড়ে সৈকত এলাকা ঘুরে দেখেন আগত পর্যটকরা। তবে তীব্র শীত ও কুয়াশার কারণে অনেকেই শেষ সূর্যাস্ত পুরোপুরি উপভোগ করতে পারেননি।
পর্যটন সংশ্লিষ্টরা জানান, গত বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা কিছুটা কম হলেও হোটেল-মোটেলের প্রায় ৫০ শতাংশ কক্ষ আগাম বুকিং ছিল। নতুন বছরের প্রথম দিনে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ সাগরকন্যাকে বলেন, শীতের প্রভাবে প্রত্যাশার তুলনায় পর্যটক কিছুটা কম এসেছে। তবে বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক কক্ষ বুকিং রয়েছে এবং নতুন বছরে পর্যটক আরও বাড়বে বলে আশা করছি।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সেবা নিশ্চিত করতে পৌর প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ সময়: ১৮:১৯:৩২ ● ৩৬ বার পঠিত
