সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫

বরিশাল বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় কাউখালীর সালমানের দ্বিতীয় স্থান

হোম পেজ » ইসলামী জীবন » বরিশাল বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় কাউখালীর সালমানের দ্বিতীয় স্থান
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫


 

বরিশাল বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় কাউখালীর সালমানের দ্বিতীয় স্থান

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

ইমাম আইডিয়াল ফাউন্ডেশন আয়োজিত বরিশাল বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফাইনাল রাউন্ডে ১৪২ জন প্রতিযোগী অংশ নেন।

৩০ পারা কুরআন রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করে ৫০ হাজার টাকা পুরস্কার জিতে নেন পিরোজপুরের কাউখালী উপজেলার ডুমজুরি সালেহিয়া হিফজুল কুরআন মাদ্রাসার হাফেজ মোঃ সালমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ইমাম। প্রধান বিচারক ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ আঃ হক। প্রধান মেহমান ছিলেন মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, বিশেষ মেহমান ছিলেন আব্দুল্লাহ আনসারী এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন শায়েখ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ কারী শায়েখ মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯:০৩:১৬ ● ৪০ বার পঠিত