সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশা ও মেঘে ঢেকে কলাপাড়া, দুই দিন সূর্যের দেখা নেই

হোম পেজ » আবহাওয়া » ঘন কুয়াশা ও মেঘে ঢেকে কলাপাড়া, দুই দিন সূর্যের দেখা নেই
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫


 

ঘন কুয়াশা ও মেঘে ঢেকে কলাপাড়া, দুই দিন সূর্যের দেখা নেই

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ঘন মেঘ ও কুয়াশার ঘেরাটোপে গত দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা যাচ্ছে। কুয়াশার শিশিরে ভিজে থাকছে রাস্তাঘাট।

ঘন কুয়াশার কারণে সোমবার দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করেছে। এতে সড়কে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের।

রবিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে সূর্যের দেখা না পাওয়ায় হিম ও ঘন বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আজ সোমবার সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর শ্রমিক, কৃষক এবং রিকশা, ভ্যান ও বাসসহ বিভিন্ন যানবাহনের চালকেরা। শীত নিবারণে অনেককে খড়কুটো জ্বালাতে দেখা গেছে।

এদিকে শীতকালীন সবজি চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। পাশাপাশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতেও চাপ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০২ ● ৩৫ বার পঠিত