শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫

পিরোজপুর-১ আসনে প্রার্থী বদল, বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুর-১ আসনে প্রার্থী বদল, বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


 

অধ্যক্ষ আলমগীর হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হয়েছিল। তবে তার শারীরিক অসুস্থতার কারণে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।সবশেষ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুর-১ আসনে অধ্যক্ষ আলমগীর হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেন।

পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত জানান, মোস্তফা জামাল হায়দার নিজেই শারীরিক অসুস্থতার কথা জানিয়ে নির্বাচনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেন। এরপর দলীয় সিদ্ধান্তে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। তিনি বলেন, এ আসনে জেলা বিএনপির একজন নেতাকে মনোনয়ন দেওয়ায় দলীয় নেতাকর্মীরা সন্তুষ্ট।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন নিঃস্বার্থভাবে বিএনপির রাজনীতি করেছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিকে এ আসন উপহার দেব।

এদিকে মনোনয়ন ঘোষণার পর পিরোজপুর, নাজিরপুর ও জিয়ানগরে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৪ ● ২৩ বার পঠিত