শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা কৃষক দলের সভাপতি নিহত
হোম পেজ » লিড নিউজ » সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা কৃষক দলের সভাপতি নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তর-এর পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেঝো ছেলে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে মারুফ চৌধুরী একাই মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ পর তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। বরিশালে নেওয়ার পথে রাত ৭টার দিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, সড়ক দুর্ঘটনায় মারুফ চৌধুরীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে পাথরঘাটায় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ২২:২০:৫৩ ● ৪৭ বার পঠিত
