শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫

আগৈলঝাড়ায় ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


 

আগৈলঝাড়ায় ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে আগৈলঝাড়ায় ছাত্রলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব মো. রাকিব সরদারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন এসআই আব্দুল্লাহ আল মামুন। তিনি উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের রমিজুর রহমানের ছেলে।

একই রাতে উপজেলার রত্নপুর ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য দুলাল বেপারীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন এসআই মিল্টন মণ্ডল। তিনি রত্নপুর গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুজনকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে শনিবার সকালে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২০:৫১ ● ৪২ বার পঠিত