শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫

টানা ছুটিতে পর্যটকে মুখর সুন্দরবন

হোম পেজ » পর্যটন » টানা ছুটিতে পর্যটকে মুখর সুন্দরবন
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


 

সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে পর্যটকের ভিড়।

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

টানা তিন দিনের সরকারি ছুটি ও শীত মৌসুমকে কেন্দ্র করে সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে পর্যটকের ভিড়। দেশি-বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে হাড়বাড়িয়া, কটকা, কচিখালী ও করমজল এলাকা।

বন বিভাগ সূত্র জানায়, বড়দিনসহ টানা ছুটির সুযোগে সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ায় পর্যটকের চাপ সামলাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। তবে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে সুদীর্ঘ ফুট ট্রেইল, সুউচ্চ ওয়াচ টাওয়ার, খাঁচায় সংরক্ষিত হরিণ, কুমির ও কচ্ছপ। পাশাপাশি মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে বাঘ, হরিণ, কুমির, ডলফিন, বানরসহ বিভিন্ন বন্যপ্রাণীর অবয়ব। এসব দেখে মুগ্ধ হচ্ছেন আগত পর্যটকরা।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। নৌ দুর্ঘটনা এড়াতে পর্যটকবাহী নৌযানে লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

টুরিস্ট পুলিশের সুন্দরবন জোনের মিডিয়া মুখপাত্র ব্রজ কিশোর পাল বলেন, পর্যটকদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং নিয়মিত নজরদারি করা হচ্ছে।

বন বিভাগ আশা করছে, চলতি পর্যটন মৌসুমটি যা আগামী মার্চ মাস পর্যন্ত চলবে। এসময় পর্যটন খাত থেকে প্রায় তিন কোটি টাকা রাজস্ব আদায় হবে বলেও তাদের ধারণা।

বাংলাদেশ সময়: ১০:৫১:৩০ ● ৪৬ বার পঠিত