বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
চরফ্যাশনে আভাসের দুর্বার-গালস প্রকল্পে অবহিতকরণ সভা
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে আভাসের দুর্বার-গালস প্রকল্পে অবহিতকরণ সভা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং যুবদের অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের উদ্যোগে ‘দুর্বার–গালস লেড ক্লাইমেট সলিউশন প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টায় চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. শহীদুল ইসলাম, প্রকল্প ফোকাল পারসন ও পরিচালক (অ্যাডভোকেসি অ্যান্ড ডকুমেন্টেশন), আভাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. লোকমান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চরফ্যাশন, ভোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. নাজমুল হুদা, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর ও অবজারভার পত্রিকার প্রতিনিধি শিপুফরাজী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক জনকণ্ঠের চরফ্যাশন প্রতিনিধি নুরুল্লাহ ভুইয়া, সাংবাদিক সোহেব এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টের প্রতিনিধি রাশিদা বেগম।
সভা সঞ্চালনা করেন চিন্ময়ী তালুকদার, প্রজেক্ট ম্যানেজার, আভাস।
উল্লেখ্য, আভাস চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে ‘দুর্বার–গালস লেড ক্লাইমেট সলিউশন প্রকল্প (সাউথ ওয়েস্ট বাংলাদেশ)’ বাস্তবায়ন করছে।
বাংলাদেশ সময়: ১৬:২০:২৩ ● ৪৯ বার পঠিত
