সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
সোমবার সকালে শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ শিবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা (পৌর) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়ন সংগ্রহ শেষে সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি। নির্বাচনের সকল আচরণবিধি মেনে আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করবো।
বাংলাদেশ সময়: ২০:৪৯:০৩ ● ৩৪ বার পঠিত
