রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫

কলাপাড়ায় সংরক্ষিত সুন্দি কাছিম উদ্ধার, অপরাধে অর্থদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় সংরক্ষিত সুন্দি কাছিম উদ্ধার, অপরাধে অর্থদণ্ড
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়ায় সংরক্ষিত সুন্দি কাছিম উদ্ধার, অপরাধে অর্থদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে একটি সুন্দি কাছিম উদ্ধার শেষে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে কাছিমটি ক্রয়-বিক্রয়ের অপরাধে একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং কাছিমটি অবমুক্ত করা হলো।

সূত্র জানায়, এক ব্যক্তি অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে একটি সুন্দি কাছিম সংরক্ষণ করে রেখেছিলেন। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রাণীকল্যাণে কাজ করা সংগঠন এনিম্যাল লাভারস অব পটুয়াখালী এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার সহায়তায় কাছিমটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

পরে উদ্ধারকৃত কাছিমসহ ওই ব্যক্তিকে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযানে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী সংরক্ষিত সুন্দি কাছিম ক্রয়-বিক্রয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে উপস্থিত সবার সামনে উদ্ধারকৃত সুন্দি কাছিমটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এনিম্যাল লাভারস অব পটুয়াখালী এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা সার্বিক সহযোগিতা প্রদান করে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০০ ● ৩০ বার পঠিত