রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫


পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এবিএম মোশাররফ হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার। তাঁরা এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার জানান, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৮৩৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৬৪৫ জন।
অন্যদিকে রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৯৪ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৬৬১ জন এবং নারী ভোটার ৪৭ হাজার ২০৩ জন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৬ ● ৩৪ বার পঠিত