শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যার বিচার দাবিতে চরফ্যাশনে দোয়া মাহফিল
হোম পেজ » ভোলা » হাদি হত্যার বিচার দাবিতে চরফ্যাশনে দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় ভোলার চরফ্যাশনে দোয়া মাহফিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) মাগরিবের পর চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চেয়ারম্যান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আমজাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল মামুন।
দোয়া মাহফিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো. জাকির হোসেন, মাওলানা আবদুল মতিন, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। এতে কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে একই দাবিতে ও শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার চরফ্যাশন উপজেলার সব মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় বিভিন্ন পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ সময়: ২৩:০৭:৩৪ ● ২৫ বার পঠিত
