শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫

শরিফ ওসমান হাদি মৃত্যুতে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দোয়া-মোনাজাত

হোম পেজ » ঢাকা » শরিফ ওসমান হাদি মৃত্যুতে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দোয়া-মোনাজাত
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫


গোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দোয়া-মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা। এসময় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর নাম পাল্টে শহীদ হাদি চত্বর নাম রাখে তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্ণার ও জুলাই আন্দোলন বিরোধী ৬ শিক্ষকের আপসারনের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জয় বাংলা চত্বরের নাম পরিবর্তণ করে শহূদ হাদি চত্বর নামফলক টাঙিয়ে দেয়া হয়।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর বই সরিয়ে নেয়া এবং জুলাই আন্দোলনে বিরোধীতাকারী ৬ শিক্ষকের অপসারেনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলেও জানান তারা।

অপরদিক, শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সর্ব দলীয় জুলাই এক্য।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১০:০৭ ● ২৫ বার পঠিত