বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিটিসি প্রাঙ্গণে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ মেজবাহুল আরেফিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক গৌরনদী শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল আজিজ, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. এ. গফুর, গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার মোল্লা, প্রশিকা (এনজিও) গৌরনদী শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাক আহমদ এবং ডাচ-বাংলা ব্যাংকের প্রতিনিধি নাদিয়া আক্তার মিম।
বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই অভিবাসন নিশ্চিত করতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ অপরিহার্য। দক্ষ জনশক্তি তৈরি করে বৈধ পথে বিদেশে পাঠানো হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিটিসির প্রশিক্ষণ শিক্ষকরা, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ ও নিরাপদ পথে বিদেশে গমন এবং দেশের ও প্রবাসীদের সার্বিক কল্যাণ কামনা করেন।
এমএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৫:০৮:৪০ ● ৪৬ বার পঠিত
