মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
কলাপাড়ায় বিজয় দিবসে বিএনপির আলোচনা সভা ও দোয়া
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বিজয় দিবসে বিএনপির আলোচনা সভা ও দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
মহান বিজয় দিবস উপলক্ষে কলাপাড়ায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও আফজাল উকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার এবং প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।
বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সিকদার ও জুয়েল সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুষার, যুগ্ম আহ্বায়ক তবিদ আদান বাদল, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা মিন্টু ও সাধারণ সম্পাদক সোয়বুর রহমান সোয়েব। এছাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল, সাবেক সভাপতি আতিকুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ বেলাল হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯:০০:২১ ● ৩২ বার পঠিত
