সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আগৈলঝাড়া থানা সূত্র জানায়, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মারধর করেন। এ সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং সেটি ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলার পরিপ্রেক্ষিতে রবিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামি উপজেলা রাজিহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফকরুল ইসলাম মামুনকে বড়বাশাইল গ্রাম থেকে গ্রেফতার করে। একই অভিযানে রাজিহার ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মনোতোষ বিশ্বাসকে রামানন্দের আঁক গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন সাগরকন্যাকে বলেন, পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১৩:৪৫ ● ৩৬ বার পঠিত
