রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
কলাপাড়ায় তীব্র ঠান্ডায় কাহিল দক্ষিণের জনজীবন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় তীব্র ঠান্ডায় কাহিল দক্ষিণের জনজীবন
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
তীব্র ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর কলাপাড়ার জনজীবন। খুব ভোর থেকে বেলা বাড়া পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। রবিবার সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
এতে চরম দুর্ভোগে পড়েছে সব শ্রেণির মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এবং গভীর সাগরে অবস্থানরত জেলেরা। এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে বেড়েছে শীতজনিত জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। ডিসেম্বর মাসজুড়ে শীতের তীব্রতা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কলাপাড়ার রাজমিস্ত্রি আ. দুলাল মিয়া বলেন, প্রতিদিন সকাল ৮টায় কাজে যেতে হয়। কিন্তু কুয়াশা ও তীব্র শীতের কারণে ৯টার আগে ঘর থেকে বের হওয়া যায় না। এতে আজ কাজে যেতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৩:৩৫:০৭ ● ৩৬ বার পঠিত
