শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদীর ওপর হামলা কুয়াকাটায় মশাল মিছিল ও প্রতিবাদ সভা

হোম পেজ » কুয়াকাটা » ওসমান হাদীর ওপর হামলা কুয়াকাটায় মশাল মিছিল ও প্রতিবাদ সভা
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫


 

ওসমান হাদীর ওপর হামলা প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল ও প্রতিবাদ সভা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল, প্রতিবাদ সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব কুয়াকাটা প্রেসক্লাব প্রাঙ্গণে কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে প্রেসক্লাব থেকে একটি মশাল মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় সংগঠনের আহবায়ক মো. মহিম বলেন, জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। মতের ভিন্নতার কারণে যারা সহিংসতার পথ বেছে নেয়, তারা কখনো গণতন্ত্র ও শিক্ষার পক্ষে থাকতে পারে না।

পায়রা (কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন)-এর সভাপতি শহিদুল ইসলাম সৈকত বলেন, এই হামলার মাধ্যমে একটি আদর্শ ও নেতৃত্বকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু শিক্ষার্থী সমাজ কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। ঐক্যবদ্ধ ছাত্রসমাজই সকল অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।

এ সময় বক্তব্য দেন কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের মুখপাত্র মুজাহিদ সিফাত, আহবায়ক মো. মহিম, পায়রার সভাপতি শহিদুল ইসলাম সৈকত, বাংলাদেশ ছাত্রশিবির মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল যুবায়ের, ছাত্রনেতা সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ও কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলনেতা রেদওয়ানুল ইসলাম রাসেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের সকল নেতাকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

পরে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা, দেশ ও জাতির শান্তি এবং সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের মুখপাত্র মুজাহিদ সিফাত। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, সচেতন নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫০:৫৫ ● ৩০ বার পঠিত