শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদীর ওপর হামলা প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল

হোম পেজ » পটুয়াখালী » ওসমান হাদীর ওপর হামলা প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫


 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যার পর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোহাম্মদ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর হামলার সঙ্গে জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে দক্ষিণাঞ্চল থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ২১:১৪:৪০ ● ৩২ বার পঠিত