শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময়
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী মডেল থানার নবাগত ওসি মো. তারিক হাসান রাসেলের সঙ্গে গৌরনদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওসির কার্যালয়ে সাংবাদিক ফোরামের উপদেষ্টা, সভাপতি, সম্পাদকসহ সকল সদস্য অংশ নেন।
সভায় ওসি তারিক হাসান রাসেল বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকরা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গৌরনদীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি লোকমান হোসেন রাজু, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়েজিদ রনি, সহসাংগঠনিক সম্পাদক মাসুদ সরদার, কোষাধ্যক্ষ ইয়াদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন খান, দপ্তর সম্পাদক এসএম নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন হাওলাদার, সাকিবুল্লা বিল্লাল, সিফাত হোসেন সাগর, সদস্য হিরা রহমান সাদ্দাম, আহম্মেদ রনি ফকির ও মো. সুজন শরীফ।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন এসআই ইকবাল হোসেন, সোহেল মাহমুদসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।
গৌরনদীর আইনশৃঙ্খলা, বিশেষত মাদক পরিস্থিতি মোকাবেলায় ওসি যোগদানের পর থেকেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১১:১৮:৪২ ● ৪৯ বার পঠিত
