শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
বিজয়ের পথে ১২ ডিসেম্বর স্বাধীনতার দ্বারপ্রান্তে বাংলাদেশ, উত্তপ্ত আন্তর্জাতিক কূটনীতি
হোম পেজ » মুক্তিযুদ্ধ » বিজয়ের পথে ১২ ডিসেম্বর স্বাধীনতার দ্বারপ্রান্তে বাংলাদেশ, উত্তপ্ত আন্তর্জাতিক কূটনীতি

মো. মহসীন খান
ডিসেম্বর বাঙালির জীবনে অহংকারের মাস। নেতা থেকে সাধারণ মানুষ- সবাই এই মাসকে স্মরণ করে। এই মাসেই একে একে শত্রুকবলিত গ্রামের কাছ থেকে শহর পর্যন্ত মুক্তি আসে। প্রতিদিন নতুন নতুন স্থানে উড়ে বিজয়ের পতাকা।
১৯৭১ সালের ১২ ডিসেম্বরই সময়ের অপেক্ষা শেষ হয়ে দাঁড়ায়। পাকিস্তানি শাসনের বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির আকাঙ্খা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছায়। বীর বাঙালি স্বাধীনতার স্বাদ নিতে শুরু করে। ওই সময় ৫৫ হাজার বর্গমাইলের বঙ্গভূমি নতুন রাষ্ট্র হিসেবে গঠনের ঘটনা আন্তর্জাতিক রাজনীতিকে উত্তপ্ত করে।
জাতিসংঘের মঞ্চেও ঘটনা সমানভাবে গুরুত্ব পায়। ১২ ডিসেম্বর নিউইয়র্কে চীনা প্রতিনিধি হুয়াং হুয়া জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব তোলার আগ্রহ জানালে আন্তর্জাতিক কূটনীতি তীব্র হয়। একই সময়ে বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহর প্রায় ২৪ ঘণ্টার মধ্যে কার্যত নিশ্চল অবস্থায় ছিল। এসব কারণে পাক হানাদার বাহিনী বিভিন্ন এলাকা থেকে লেজ ফুলে পালাতে শুরু করে। দেশের অধিকাংশ অঞ্চলে তখনই স্বাধীনতার আলুকির ছোঁয়া পড়ে।
দেশজুড়ে বেতারের প্রভাবও ততকালীন সময়ে অত্যন্ত শক্তিশালী ছিল। এম আর আখতার মুকুলের চরমপত্র যুদ্ধকালীন সময়ে মানুষকে উৎসাহিত করত। তখন মানুষ দরজা-জানালা বন্ধ করে, আলো নিভিয়ে স্বাধীন বাংলা বেতার শুনত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষদিকে ‘চরমপত্র’ প্রকাশ্যে শুনতে পাওয়া যায়।
একই দিনে পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ সদরদফতরে পৌঁছে পাকিস্তানকে রক্ষার চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্র সেই সময়ে দ্বিতীয়বার যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে যুদ্ধবিরতি ও ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান করা হয়। নিরাপত্তা পরিষদে ভুট্টো আবেগঘন ভাষণ দেন। তত্ক্ষণাত্ সোভিয়েত ইউনিয়ন আবারো ভেটো প্রয়োগ করে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। ভারতের স্বীকৃতির পর সোভিয়েত ভেটো আন্তর্জাতিক সমর্থন জোগাতে ভূমিকা রাখে।
যুদ্ধকালীন সময়ের সংবাদপত্রেও বড় পরিবর্তন দেখা যায়। ১১ ডিসেম্বর ছিল সে সময়ের সর্বশেষ নিয়মিত পত্রিকা প্রকাশের দিন। ১২ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হয়নি। ১৮ ডিসেম্বর থেকে নতুন আঙ্গিকে পত্রিকাগুলো পুনরায় প্রকাশ পেতে শুরু করে।
চলবে…
লেখক: শিক্ষক ও সংবাদকর্মী
বাংলাদেশ সময়: ১০:৪১:৩০ ● ৪৭ বার পঠিত
