সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
গৌরনদী পৌর কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু
হোম পেজ » বরিশাল » গৌরনদী পৌর কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরিশাল বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) খোন্দকার মোঃ আনোয়ার হোসেন। ফুল দিয়ে তাকে বরণ করেন পৌরসভার কর্মকর্তা–কর্মচারীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা খোকন চন্দ্র রায়, কার্যসহকারী শফিকুল ইসলাম এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসেবা আরও মানসম্মত ও দ্রুতগতিতে প্রদানে গুরুত্ব আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বছরজুড়ে পর্যায়ক্রমিক প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২২:৫৪:৩৫ ● ৪২ বার পঠিত
