সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় মন্দিরে মন্দিরে প্রার্থনা
হোম পেজ » পটুয়াখালী » খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় মন্দিরে মন্দিরে প্রার্থনা
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পটুয়াখালীর কলাপাড়ায় দু’টি মন্দিরে সমবেত প্রার্থনা করা হয়েছে। রবিবার রাতে পৌরশহরের শ্রীগুরু সংঘের প্রার্থনালয়ে এবং তার আগে শনিবার নাচনাপাড়া সার্বজনীন কালি মন্দিরে বিশেষ এ প্রার্থনা করা হয়।
এতে ছাত্রদল কলাপাড়া উপজেলা কমিটির সাবেক সহ-সভাপতি দেবাশীষ সিকদার কালা, শ্রীগুরু সংঘ খেপুপাড়া শাখা সংঘের সাধারন সম্পাদক বিকাশ সাহা, পুজা উদযাপন পরিষদের আহবায়ক সজল সমদ্দার, নাচনাপাড়া সার্বজনীন কালি মন্দিরের সভাপতি প্রভাষক জয়দেব মন্ডল, সাধারন সম্পাদক সঞ্জয় হাওলাদার সহ শতশত হিন্দু নর-নারীরা উপস্থিত ছিলেন।
প্রার্থনার আগে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক, মো.মামুন সিকদার।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৯:০৩:৩৫ ● ৩৭ বার পঠিত
