শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫

জনগণ স্বাধীনভাবে ভোট দিলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন: জহির উদ্দিন স্বপন

হোম পেজ » বরিশাল » জনগণ স্বাধীনভাবে ভোট দিলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন: জহির উদ্দিন স্বপন
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫


জনগণ স্বাধীনভাবে যখনই ভোট দিতে পারে তখনই খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়-জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণ যখন আবাদে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়। এই হিংসা শেখ হাসিনা ভুলতে পারে না। এই আক্রোশ শেখ হাসিনা ভুলতে পারেনা। এই বিদ্বেষ শেখ হাসিনা ভুলতে পারে না। সেই কারণেই একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত বিএনপি’র বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে। আর এখন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, চক্রান্ত করছে। শেখ হাসিনা, তার আওয়ামীলী চক্র, তাদের দোসর ও দেশি-বিদেশী মিত্ররা মিলে অব্যাহত ভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে।
বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও  মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি শুক্রবার বাদ আছর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে। বাদ আছর শুরু হয়ে মাগরিবের আযানের পূর্ব পর্যন্ত চলে দোয়া ও মোনাজাতের অনুষ্ঠানটি। দুই উপজেলার ৫ হাজারের অধিক নেতাকর্মী, সমর্থক দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
জহির উদ্দিন স্বপন আরো বলেন, প্রতিদিন টেলিভিশনে শেখ হাসিনা বিষোদগার করত, কখনো শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে কখনো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কখনো তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল, অশালীন, অরুচিপূর্ণ কথাবার্তা বলতো। বেগম খালেদা জিয়া ইস্পাত কঠিনের মত নিরবে নিভৃতে এই অত্যানচার নির্যাতন অপবাদ বুকে গোপন করে রেখেছিলেন। কখনোই কোন অশ্লীল কথা বলেন নাই, কখনোই কোন আক্রোশ, বিদ্বেষ, প্রতিহিংসা ছাড়ান নাই। সমস্ত বিচারের ভার তিনি আল্লাহর উপর দিয়ে রেখেছিলেন। আর জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন অব্যাহতভাবে। আজ তার অসুস্থতায় পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে। তার প্রতি সম্মান দেখাচ্ছে।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব ম্ঃো ফরিদ মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৮:৪৭ ● ৩৮ বার পঠিত