শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে চার ডাকাত আটক, জেলহাজতে প্রেরণ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে চার ডাকাত আটক, জেলহাজতে প্রেরণ
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড থেকে আটক চার ডাকাত সদস্যর বিরুদ্ধে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে থানায় মামলা দায়েরের পর ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এরপূর্বে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ আটককৃত ডাকাতরা হলো-গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার ও তার ভাই তারেক জমাদ্দার, পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকার আনন্দ মন্ডলের ছেলে অশোক মন্ডল।
স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানিয়েছেন-মধ্যরাত একটার দিকে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। এসময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন-ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ওই চার ডাকাত সদস্যকে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে চারটি দেশীয় ধারালো রাম দা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃত তারেক জমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি, তসলিম শরীফের বিরুদ্ধে দুইটি ও অশোক মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একটি মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-রাতে খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করে আটক করা হয়। পরবর্তীতে তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি আরও জানিয়েছেন-এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে|
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৭:১৪:৫২ ● ৪২ বার পঠিত
