রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫

আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি বাগেরহাটে জালি বোট উল্টে ৫২ জন নদীতে

হোম পেজ » খুলনা » আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি বাগেরহাটে জালি বোট উল্টে ৫২ জন নদীতে
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫


আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি বাগেরহাটে জালি বোট উল্টে ৫২ জন নদীতে

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপালে বেড়াতে আসা ৫২ জন যাত্রী নদীতে পড়ে গেছে। এর মধ্যে ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে মইদাড়া নদীতে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা এলাকা থেকে আসা যাত্রীরা একটি ইঞ্জিনচালিত জালি বোটে গৌরম্ভায় পারিবারিক অন্নপ্রাশন অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের ব্রিজের সামনে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বিপদগ্রস্তদের ডাকচিৎকারে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি গার্ড, ফায়ার অ্যান্ড সেফটি টিম ও মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু ও বৃদ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

রামপাল থানার ওসি আতিকুর রহমান বলেন, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সকল যাত্রী বর্তমানে নিরাপদে আছেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম বলেন, আহতদের খোঁজখবর নিয়েছি এবং চিকিৎসার দায়িত্ব নিয়েছি। উদ্ধার ও চিকিৎসায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহর কৃপায় সবাই এখন সুস্থ আছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, আহত সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ আশঙ্কাজনক নয়, তবে সবার কিছু সময় পর্যবেক্ষণে থাকা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৭ ● ৮৩ বার পঠিত