শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
দুমকিতে ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মো. ইলিয়াস খান (৪০) নামে এক চা ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল ৩টার দিকে আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামে নিজ বাসায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
পিরতলা বাজারের চা ব্যবসায়ী মৃত আ. মজিদ খানের ছেলে ইলিয়াস খান দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন বলে জানান স্থানীয়রা। তাদের ধারণা, ঋণের বোঝায় জর্জরিত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুমকি থানার ওসি ভারপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এমআর
বাংলাদেশ সময়: ১৯:৪২:৪৩ ● ১৫৬ বার পঠিত
