বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
আমতলীর সেই বিতর্কিত ইউএনওর বদলি
হোম পেজ » বরগুনা » আমতলীর সেই বিতর্কিত ইউএনওর বদলি
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী সামসুল হক ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিপ্লবসহ বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতার সঙ্গে গোপনে বৈঠক করা আমতলীর সেই বিতর্কিত উপজেলা নিার্বহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁনকে বদলী করা হয়েছে।
বুধবার রাতে জন প্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিক হিসেবে বদলী করা হয়। তার বদলীর খবরে আমতলীর সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
জানাগেছে, এ বছর ১৩ মে মোঃ রোকনুজ্জামান খাঁন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি আওয়ামীলীগ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এমন অভিযোগ উপজেলা বিএনপি নেতাদের। এ নিয়ে বিএনপি, জামায়াত ও সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও প্রকাশ করেনি। গত ৬ এপ্রিল তিনি আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী সামসুল হক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমানের সহচর বশির মৃধাসহ বেশ কয়েকজনের সঙ্গে চৌরাস্তায় সকাল-সন্ধ্যা হোটেলে ভিআইপি কক্ষে গোপন বৈঠক করেন। ওই বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়াসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে ভাইরাল হয়। আলোচনার কেন্দ্র বিন্দু হন ইউএনও। এ নিয়ে গত ২৩ অক্টোবর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই তাকে অপসারণের দাবী তোলের সাধারণ মানুষ ও রাজরৈতিক নেতারা। প্রতিবেদন প্রকাশের এক মাস তিন দিন পরে বুধবার (২৬ নবেম্বর) রাতে জন প্রশাসন মন্ত্রনালয় তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী করেছেন। তার বদলীর খবর বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
আমতলী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আসাদুজ্জামান কাওসার বলেন, নানাভাবে বিতর্কিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁনের বদলীতে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের মাঝে স্বস্থি ফিরে এসেছে। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ নেতাদের লালন পালন করা, অসৎ উদ্দেশ্যে টেন্ডার ছাড়া উপজেলা পরিষদে ৬০ লাখ টাকা কাজ করা, আওয়ামীলীগ নেশাগ্রস্থ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলা ও খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলার নিয়োগে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়াসহ নানাভাবে তিনি বিতর্কিত। তার দায়িত্ব পালনের গত ৬ মাস ১২ দিনের কর্মকান্ড তদন্ত করে দেখার দাবী জানান তিনি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বদলীর আদেশ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব পদে আমাকে বদলী করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, বদলীকৃত উপজেলা নির্বাহী অফিসারের বিষয়ে যত অভিযোগ তা আগের জেলা প্রশাসকের সময়ের। আমার কাছে তার বিষয়ে কোন অভিযোগ নেই।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৭:১৮:৪২ ● ৫৭ বার পঠিত
