বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় রাখাইন পরিবারের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় রাখাইন পরিবারের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় রাখাইন পরিবারের বসত:ঘরে আগুন দেয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় শত্রুতা মূলক রাখাইন সম্প্রদায়ের বসতঃবাড়ীতে আগুন দিয়েছে দূবৃত্তরা। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামে মংচাওয়েনের বসতঃবাড়ীতে এ আগুন দেয়া হয়।

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত রাখাইন পরিবারের সদস্যরা দাবী করছেন।
এর আগেও দূর্বৃত্তরা তাদের জমি-জমা ভোগ দখল করতে গিয়ে বাঁধার সৃষ্টি করে। এমন কি বানোয়াট মামলা সহ জীবন নাশের হুমকি দেয়া হয়।

এ ব্যাপারে অভিযোগকারী মংচাওয়েন বলেন, ঘটনার দিন বাড়ীতে কেউ না থাকার সুযোগে তারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায় এবং এটা উদ্দেশ্য মূলক বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম জানান, এ রকম কোন ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১০ ● ৩২ বার পঠিত