বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
আগৈলঝাড়ায় সরকারী কর্মচারীদের মানববন্ধন, স্মারকলিপি পেশ
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় সরকারী কর্মচারীদের মানববন্ধন, স্মারকলিপি পেশ
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া(বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সরকারী সকল দপ্তরের কর্মচারীদের ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবীতে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী অশোক মিস্ত্রী, উপজেলা ভুমি অফিসের নাজির মো.সোহেল আমিন, উপজেলা পরিষদের সিএ মনোজ হালদার, উপজেলা সমাজসেবা অফিসের সহকারী শরিফা সুলতানা, উপজেলা সহকারী বনকর্মকর্তা কালীপদ পুস্পা ও রাসেল ফকিরসহ প্রমুখ। ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র মাধ্যমে স্মারকলিপি প্রদাণ করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের সরকারী সরকল দপ্তরের কর্মচারীরা।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৩:০১:০৮ ● ২০ বার পঠিত
