বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
চরফ্যাশনের রাজনীতিবিদ হেমায়েত উদ্দিন সেলিমের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
হোম পেজ » শোক/মৃত্যুবার্ষিকী » চরফ্যাশনের রাজনীতিবিদ হেমায়েত উদ্দিন সেলিমের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনে বিশিস্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মুহাম্মদ হেমায়েত উদ্দিন সেলিমের ৪০তম মৃত্যু বাষির্কী আজ ২৭শে নভেম্বর । দিবসটি উপলক্ষ্যে হেমায়েত উদ্দিন সেলিম ফাউন্ডেশনের উদ্দোগে ২৭শে নভেম্বর, রোজ বৃহস্পতি বার বাদজোহর চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ ও এতিমখানা মাদরাসায় কোরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হবে এবং ২৮শে নভেম্বর, রোজ শুক্রবার বাদজুম্মা দুলার হাট পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদে, দুলার হাট এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হাজারীগঞ্জ,শশীভূষনে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে পিমাট এবং কম্পক্ট গ্রুপ এর সিইও জনাব মুহাম্মদ আবু তালহ্ াতার পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
বিভিন্ন সুত্রে জানা যায় মরহুম সেলিম ছিলেন একজন ক্রীড়াবিদ, দক্ষ সংগঠক এবং ১ম শ্রেনীর ঠিকাদার ও সফল ব্যবসায়ী। তৎকালীণ ভদ্রপাড়া তরুন সংঘের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। ১৯৮৫ সালে তার বড় ভাই ইরান ফেরত ডাঃ ফিরোজকে রিসিভ করতে গিয়ে ঢাকার তোপখানা রোডে এক মরমান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারাযান। এছাড়া আরও জানাযায় তিনি ১৯৮৩ সালে উলানিয়া উপজেলার জমিদার আবদুল গপ্ফুর চৌধুরীর এবং বোরহানউদ্দির উপজেলার জমিদার আজাহার চৌধুরীর নাতনী বীরমুক্তিযোদ্ধা হাবিবুর বহমান চৌধুরীর মেয়ে তাহমিনা চৌধুরীকে বিয়ে করেন।
এসএফ/এমআর
বাংলাদেশ সময়: ১০:৪২:০১ ● ৩৬ বার পঠিত
