সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
গলাচিপায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ১৭০, সেবায় চরম ভিড়
হোম পেজ » লিড নিউজ » গলাচিপায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ১৭০, সেবায় চরম ভিড়
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিনগুণের বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা কার্যক্রমে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৭০ জন রোগী ভর্তি থাকছে। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
শয্যা সংকটের কারণে বাধ্য হয়ে মেঝেতে ও বারান্দায় রোগীদের রাখতে হচ্ছে। ফলে পরিবেশ হচ্ছে অস্বস্তিকর এবং তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা।
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ৩৫০ থেকে ৪৫০ জন রোগী আসেন সেবা নিতে। জরুরি বিভাগে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া প্রতিদিনই নতুন করে শতাধিক রোগী ভর্তি হন।
গলাচিপা পৌরসভার পানপট্টি এলাকার রোগী আব্দুল মালেক সাগরকন্যাকে বলেন, আমাগো গ্রাম থেইক্যা আইছি। বেড নাই, মেঝেতে শুইয়া থাকি। ডাক্তাররা চেষ্টা করছে, কিন্তু জায়গা না থাকায় খুব কষ্ট হয়। গলাচিপা শহরের আরেক নারী রোগী রাবেয়া বেগম বলেন, বারান্দায় শুইয়া থাকলে দিনেরবেলা গরম আর রাইতে মশা খুব কষ্ট দেয়। নার্সরা তো আসে, কিন্তু এত রোগী সামলানো তাদের পক্ষে কঠিন।
সরেজমিনে জানা যায়, হাসপাতালটিতে শয্যা মাত্র ৫০টি হওয়ায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা চিকিৎসক ও নার্সদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত রোগীর চাপে প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং চিকিৎসকরা বিভিন্ন মহলের চাপের মুখে পড়ছেন বলেও জানা যায়।
এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, হাসপাতালে রোগীর তুলনায় বেড সংখ্যা খুবই কম। ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন আমাদের দেড় শতাধিক রোগীকে সেবা দিতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে, ফলে কাঙ্ক্ষিত সেবা দিতে সমস্যা হচ্ছে এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এসডি/এমআর
বাংলাদেশ সময়: ২০:৩৫:৩১ ● ৩৮ বার পঠিত
