বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫
বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হোম পেজ » বরগুনা » বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামী নাসির উদ্দিন তালুকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণা করেছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস।
দণ্ডপ্রাপ্ত আসামী নাসির উদ্দিন আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামের মৃত আর্শেদ আলী তালুকদারের ছেলে। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।
জানা যায়, ২০১০ সালের ২০ জুলাই পটুয়াখালী সদর উপজেলার মোঃ মোবারক উল্লাহ বাদি হয়ে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড আসামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ, নাসির উদ্দিন ও তার পরিবার বিয়ের পর থেকে বাদির মেয়েকে যৌতুক দিতে চাপ দিত। ২০১০ সালের ৯ জুলাই রাত ৯টায় নাসির উদ্দিন ও পরিবারের সদস্যরা রাবেয়া বেগমকে পেটাতে থাকে। রাবেয়া বেগম পানি পানি চিৎকার করলে নাসির তার মুখে বিষ দিয়ে হত্যা করেন।
মামলার এজাহার হলে আমতলী থানার এসআই লাল কৃঞ্চ চন্দ ২০১০ সালের ৭ ডিসেম্বর নাসির, তার ভাই মোঃ জাফর ও মা মোসাঃ স্বরভানু বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ট্রাইব্যুনাল মা ও ভাইকে খালাস দিয়েছেন।
রায়ের পর বাদি বলেন, আমার মেয়েকে জামাতা নাসির উদ্দিন ও তার পরিবার যৌতুকের জন্য পিটিয়ে আহত করেছে। আমার মেয়ের মুখে বিষ দিয়ে হত্যা করেছে। নাসিরের শাস্তিতে আমি সন্তুষ্ট।
আসামীর আইনজীবী মাহবুবুল বারি আসলাম বলেন, নাসির পলাতক রয়েছে। এক মাসের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করার সুযোগ রয়েছে।
বিশেষ পিপি রনজুয়ারা সিপু বলেন, যৌতুকের জন্য আর যেন কোনো নারীর জীবন নেওয়া না হয়। এ রায়ে রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:৫৪ ● ৩১ বার পঠিত
