শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫

নরসিংদীতে ভূমিকম্পে আহত অন্তত অর্ধশত

হোম পেজ » লিড নিউজ » নরসিংদীতে ভূমিকম্পে আহত অন্তত অর্ধশত
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫


 

ভূমিকম্পে নরসিংদীর ক্ষতিগ্রস্ত একটি ভবনে ভেতরের চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, নরসিংদী

নরসিংদীসহ দেশের কয়েকটি জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়।

অল্প সময়ের জন্য কেঁপে ওঠে নরসিংদী জেলাসহ আশপাশের এলাকা। হঠাৎ ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও অনেক ভবন ও বসতবাড়ির দেয়ালে ফাটল দেখা গেছে। এসময় আতঙ্কে মানুষ দ্রুত সড়কে বেরিয়ে আসে।

বহুতল ভবন থেকে নামার সময় নরসিংদী জেলা সদরসহ বিভিন্ন স্থানে অন্তত অর্ধশত নারী, পুরুষ ও শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নরসিংদী হাসপাতাল সূত্র অবহিত করেছে। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১১:২৭:০৮ ● ৩২ বার পঠিত