বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
কোস্টগার্ডের অভিযান রাঙ্গাবালীতে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস
হোম পেজ » পটুয়াখালী » কোস্টগার্ডের অভিযান রাঙ্গাবালীতে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে যৌথ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাবনাবাদ ও আগুনমুখা নদীতে অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. জহিরুন্নবী জানান, মাছের রেনুপোনা ধ্বংসকারী অবৈধ জাল বন্ধে আমাদের অভিযান চলবে।
মৎস্য বিভাগ জানায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের নির্দেশনায় কোস্টগার্ড দক্ষিণ জোনের রাঙ্গাবালী বিসিজি আউটপোস্ট ও উপজেলা মৎস্য বিভাগের সদস্যরা এই অভিযান চালান।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৯ ● ২৯ বার পঠিত
