মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা, তিনজনের বিরুদ্ধে মামলা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা, তিনজনের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫


মিলন হাওলাদার ও তারা বাবা মো. আ. মালেক হাওলাদার। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের মো. রাসেল আকন (২২) মামলাটি কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করেন। আসামিরা হলেন- মো. মিলন হাওলাদার (৩৬), তার পিতা মো. আ. মালেক হাওলাদার (৬০) এবং সহযোগী মো. হেমায়েত হোসেন হিমু (৪৬)। প্রথম দুইজন টিয়াখালীর পশ্চিম রজপাড়ার বাসিন্দা এবং তৃতীয় আসামি বর্তমানে ঢাকার শান্তিনগর এলাকায় বসবাস করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা উচ্চ বেতনে কাতারে পাঠানোর কথা বলে বাদীর কাছ থেকে ধাপে ধাপে তিন লাখ টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর আসামিরা আর কোনো বিদেশযাত্রার প্রক্রিয়া সম্পন্ন করেনি এবং সময়ক্ষেপণ করতে থাকে।

পরবর্তীতে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি কলাপাড়ার উকিলপট্টিতে তিনটি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে দুই মাসের মধ্যে কাতারে পাঠানো অথবা তিন লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারনামা লিখে দেয় আসামিরা। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন করেনি তারা।

সর্বশেষ গত ২ নভেম্বর কলাপাড়া ব্রিজের উত্তরপাড়ের মোটরসাইকেল স্ট্যান্ডে বাদী টাকা চাইলে আসামিরা টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

এদিকে, অভিযুক্ত মো. মিলন হাওলাদার বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পূর্ব রজপাড়া গ্রামের ইসমাইল আকনের ছেলে হাসানের কাছ থেকেও একইভাবে সাড়ে ৪ লক্ষ এবং বাদররতলী গ্রামের আব্দুর রশিদ পল্লানের ছেলে শহিদুল ইসলাম নিকট থেকে ২ লক্ষ বিশ হাজার টাকা হাতিয়ে নেবারও অভিযোগ উঠেছে।

এসব বিষয়ে প্রতারণা মামলার প্রধান আসামী মিলন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা্র ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি।

 

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৪১ ● ৮৫ বার পঠিত