সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার রায় ঘোষণায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল

হোম পেজ » রাজনীতি » শেখ হাসিনার রায় ঘোষণায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫


 

শেখ হাসিনার রায় ঘোষণায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং চৌধুরী আবদুল্লাহর পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রায় ঘোষণার পরপরই পৌর পার্ক থেকে ছাত্রজনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও পৌর পার্কে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর এ রায় তাদের কাছে ন্যায়বিচারের প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, ঘোষিত দণ্ড দ্রুত কার্যকর হলে দেশের রাজনৈতিক অস্থিরতা কমবে এবং বিচার বিভাগের প্রতি জনআস্থা আরও সুদৃঢ় হবে। পৌর এলাকায় আনন্দ মিছিল ঘিরে সমর্থকদের উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:০২ ● ৩০ বার পঠিত