সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫

গৌরনদীতে অপহরণের চারদিন পর কলেজছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে অপহরণের চারদিন পর কলেজছাত্রী উদ্ধার, গ্রেফতার ১
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক,  গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে অপহরণের চারদিন পর এক কলেজছাত্রীকে (১৬) উদ্ধার করেছে গৌরনদী থানা পুলিশ। এ সময় অপহরণকারী মো. মমিন সরদার (১৯)কে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে গৌরনদী পৌরসভার টরকী এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত গ্রেফতার হয়। গ্রেফতারকৃত মমিন সরদার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের নাঈন সরদারের ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. আলাউদ্দিন সাগরকন্যাকে জানান, বাঙ্গিলা গ্রামের বখাটে মমিন সরদার সরকারি গৌরনদী কলেজে আসা-যাওয়ার পথে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে মমিন ও তার সহযোগীরা ১২ নভেম্বর দুপুরে কলেজগেট থেকে একটি মাহিন্দ্রায় জোরপূর্বক তুলে ছাত্রীটিকে অপহরণ করে।

এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে মমিন সরদারসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মমিনকে সোমবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই আলাউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮:২০:০৯ ● ১২৬ বার পঠিত