রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
গৌরনদীতে কর্মীসভা জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষে ভোটের আহ্বান
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে কর্মীসভা জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষে ভোটের আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
তারেক রহমানের নির্দেশে গৌরনদী-আগৈলঝাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে চাঁদশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের বাড়িতে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মো. তোরাব হোসেন গাজী। সঞ্চালনা করেন বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব ভিপি সেলিম।
বক্তব্য দেন বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব মো. গোলাম মোর্শেদ মাসুদ। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ ও সদস্য সচিব আব্দুর জব্বার খান। উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গাজী মো. দেলোয়ার, গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব এবং সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা আবুবকর সিদ্দিকসহ স্থানীয় নেতাকর্মীরা।
কর্মীসভা শেষে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল উপস্থিত নেতাকর্মীদের দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার শপথ বাক্য পাঠ করান। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এম জহির উদ্দিন স্বপনের জন্য প্রচারণা চালানো এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১০:০০:০০ ● ৪০ বার পঠিত
