শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫

বারী সিদ্দিকীর ৭১তম জন্মোৎসব ঢাকায়

হোম পেজ » সর্বশেষ » বারী সিদ্দিকীর ৭১তম জন্মোৎসব ঢাকায়
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫


 

বারী সিদ্দিকীর ৭১তম জন্মোৎসব ঢাকায়

মোঃ বেল্লাল হাওলাদার

জনপ্রিয় বংশীবাদক ও লোকসংগীতশিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর ৭১তম জন্মোৎসব আগামী ১৭ নভেম্বর ২০২৫, সোমবার ঢাকাস্থ সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আয়োজন করছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘সফেন’ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ড. খান আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হায়দার খান। উদ্বোধন করবেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও আরফাতুর রহমান আপেল। এছাড়াও বাংলাদেশ কমার্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল আলম, ইঞ্জিনিয়ার মনির হোসেন খান, জ্যাকশন ফারুক ও গীতিকার ইকবাল হায়দার অনুষ্ঠানে থাকবেন। প্রধান আলোচক হিসেবে থাকবেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ লিয়াকত আলী। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা করবেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা প্রিন্স আলমগীর।

জন্মোৎসবে প্রয়াত শিল্পীর স্মৃতিচারণের পাশাপাশি দেশের স্বনামধন্য গুণী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে। সঙ্গীত পরিবেশন করবেন বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদস, মুজিব পরদেশি, নোলক বাবু, সালমা, শাইলু শাহ্ বিউটি, রাজীব, মনির বাউলা, রাজু মন্ডল, পারভেজ খান, মুনিয়া মুন, গামছা পলাশ, শবনম মোস্তারী প্রিয়াঙ্কা, তামান্না হক, জুয়েল সরকার ও প্রিন্স আলমগীর।

বারী সিদ্দিকী ছিলেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সঙ্গীতশিল্পী ও বংশীবাদক। তিনি গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানের জন্য পরিচিত। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ও ‘আমি একটা জিন্দা লাশ’।

বাংলাদেশ সময়: ১৭:১০:২৫ ● ৩২ বার পঠিত