বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
আগৈলঝাড়ায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগৈলঝাড়ায় শিশু ও কিশোরদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১১টি স্কুল ও মাদ্রাসার ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, আজান ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের আগৈলঝাড়া উপজেলা সুপারভাইজার মো. নূরনবীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৈলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক, মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন, মুয়াজ্জিন আসাদুজ্জামান নূর, কেয়ারটেকার মো. ফকরুল আলম এবং গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মো. শামীম আহাম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন মডেল মসজিদের সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আহাদ, বাবুল খান, মো. মহিউদ্দিনসহ শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে অতিথিরা পাঁচটি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান শেষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালামের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৯ ● ২৮ বার পঠিত
