সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
চরফ্যাশনে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে দুই স্কুলছাত্রের মৃত্যু
হোম পেজ » লিড নিউজ » চরফ্যাশনে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে দুই স্কুলছাত্রের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নবম শ্রেণির দুই ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ওমরপুর ইউনিয়নের মুখার বান্দা মেইন সড়কের পাশে তেলখালি ব্রিজ সংলগ্ন তৈয়ব মাস্টারের বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহান (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক জাহাঙ্গীর আলম তার ধানক্ষেতে ইঁদুর দমন করতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় জুবায়েদ ও জিহান ফাঁদের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের বন্ধু সামির জানায়, জুবায়েদ আলিগাঁও আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং জিহান চরফ্যাশন টিভি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। প্রতিদিন বিকেলে তারা একসঙ্গে জনতা বাজারের মহাজনবাড়ির আরিফ মাস্টারের কাছে প্রাইভেট পড়তে যেত। সোমবারও প্রাইভেট শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর থেকে কৃষক জাহাঙ্গীর আলম আত্মগোপনে রয়েছেন, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৬ ● ১০০ বার পঠিত
