সোমবার ● ১০ নভেম্বর ২০২৫

মোংলায় নিখোঁজ সেই আমেরিকা প্রবাসী পর্যটকের মরদেহ উদ্ধার

হোম পেজ » লিড নিউজ » মোংলায় নিখোঁজ সেই আমেরিকা প্রবাসী পর্যটকের মরদেহ উদ্ধার
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


মোংলায় নিখোঁজ সেই আমেরিকা প্রবাসী পর্যটকের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলায় পর্যটববাহী বোট উল্টে নদীতে নিখোঁজ আমেরিকা প্রবাসী ও সাবেক বিমান বাহিনীর পাইলট নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে জয়মনিরঘোলের সরকারি খাদ্য গুদামের জেটি এলাকার পশুর নদী থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড।

রিয়ানা তার পরিবারসহ সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। তার বাবা ঢাকার উত্তরার বাসিন্দা এবং বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার। রিয়ানা রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত সাবেক পাইলট। বিয়ের পর স্বামীসহ আমেরিকায় বসবাস করতেন। ২০২১ সালে তিনি আমেরিকা প্রবাসীকে বিয়ে করেন। তাদের সন্তান ছিল না।

রিয়ানার বাবা আবুল কালাম আজাদ জানান, রিয়ানা কুমিল্লার লাঙ্গলকোটে শ্বশুর বাড়িতে দাফন করা হবে। নিখোঁজের খবর পাওয়ার পর রবিবার রিয়ানার স্বামী ঢাকায় আসেন।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল এলাকায় জালি বোটে যাত্রা শুরু করে। দুপুর ১টায় ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় প্রবল ঢেউয়ে বোটটি উল্টে যায়। স্থানীয় সহায়তায় ১৩ জন টুরিস্টকে উদ্ধার করা হলেও ১ জন নিখোঁজ থাকে। পরবর্তীতে কোস্টগার্ড দুইটি উদ্ধারকারী দল পাঠিয়ে তিন দিনের অনুসন্ধানের পর সোমবার ভোর ৭টায় মৃতদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৩ ● ১৬৩ বার পঠিত